Home CBI তল্লাশি CBI তল্লাশি, বোলপুরের সেই ব্যাঙ্কে আগুন

CBI তল্লাশি, বোলপুরের সেই ব্যাঙ্কে আগুন

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলায় ব্যাঙ্কের আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিলেন CBI গোয়েন্দারা। বোলপুরের (Bolpur) সেই বেসরকারি ব্যাঙ্কের ভিতরেই বিধ্বংসী আগুন লাগল। তৃতীয়ার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। পৌঁছন বোলপুর থানার IC। কী ভাবে ব্যাঙ্কের ভিতর আগুন লাগল তা স্পষ্ট নয়।

তবে এই অগ্নিকাণ্ড প্রমাণ লোপাটের চেষ্টা কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।জানা গিয়েছে, বোলপুর সুপার মার্কেটের (Bolpur Super Market) ভিতর এই বেসরকারি ব্যাঙ্কেই গোরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টে নিত্যদিন বহু টাকা লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। কোন অ্যাকউন্ট থেকে মোট কত টাকা বোলপুরের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, সে বিষয়ে বিস্তারিত ইতিমধ্যে খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই ব্যাঙ্কের আধিকারিককেও তলব করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন। ফলে পুজোর মুখে ব্যাঙ্কের অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে অন্য কোনও অভিসন্ধি বা চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে, ব্যাঙ্কে আগুন লাগার খবর পেয়েই দমকলের ২টি ইঞ্জিন বোলপুর সুপার মার্কেট চত্বরে আসে এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তারপর দমকলকর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরই ব্যাঙ্ককর্মীরা বেরিয়ে এসেছেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে বহু নথি নষ্ট হয়েছে। তাই এই অগ্নিকাণ্ডের পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ব্যাঙ্ক কর্মীদের দাবি, AC-তে শর্ট-সার্কিট হয়েই বিধ্বংসী আগুন লেগেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি। তবে তড়িঘড়ি ব্যাঙ্ক কর্মীরা বেরিয়ে আসায় হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে। তবে অনেক নথি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়ে গিয়েছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments