Home paschim burdwan ইসিএল কার্যালয়ে সিবিআই হানা

ইসিএল কার্যালয়ে সিবিআই হানা

আসানসোল, ২৯ জুলাই : ফের সিবিআইয়ের হানা ইসিএল কার্যালয়ে । প্রায় পাঁচমাস পর আবারও নড়েচড়ে বসলো সিবিআই দপ্তর । বুধবার ইসিএল আধিকারিকদের নিয়ে ইসিএলের নিমচা কোলিয়ারির এজেন্ট অফিসে অতর্কিত হানা দেয় সিবিআই ।

 

 

 

 

 

বিজেপি সাংসদ অর্জুন সিং সাংসদে কয়লার গুনগত মান এবং ইসিএল আধিকারিকের সহযোগিতায় উঁচু মানের কয়লাকে নিম্নমানের দেখিয়ে পাচারের অভিযোগ আনেন । এরপরই কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর নেতৃত্বে বুধবার সকালে অতর্কিতভাবে ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারীর এজেন্ট অফিসে হানা দেয় সিবিআই ।

 

 

 

 

 

ভিজিলান্স এর 4 সদস্যের একটি দল কোলিয়ারির এজেন্ট কার্যালয় পৌঁছে দরজায় তালা লাগিয়ে দেয় । সে সময় ওই এজেন্ট কার্যালয়ে সার্ভে ডিপার্টমেন্টে দুই সদস্য ঢুকতে গেলে তাদের দপ্তরের বাইরে বেরিয়ে যেতে বলেন ভিজিলান্স ডিপার্টমেন্টের সদস্যরা । কোলিয়ারির এজেন্ট এস.সি মৈত্র, এজেন্ট কার্যালয়ের দরজায় তালা লাগার বিষয়টি লক্ষ্য করে কারণ জানতে চাইলে, ভিজিলেন্স দপ্তরের আধিকারিকেরা তড়িঘড়ি পৌঁছে তারাই কার্যালয়ে তালা লাগিয়েছেন বলেই জানান । এরপর তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বার্তার পর সিবিআইয়ের দুই সদস্য কে সঙ্গে নিয়ে নিজের কার্যালয়ের উদ্দেশ্যে যান এজেন্ট ।

 

 

 

 

 

জানা গেছে, কোলিয়ারির কয়লা উৎপাদনের বিস্তারিত তথ্য সংগ্রহ করার উদ্দ্যেশ্যে তাদের এই অভিযান । আসানসোল-দূর্গাপুর সহ বিভিন্ন ইসিএল দপ্তরেও হানা চালায় সিবিআই এবং ইসিএলের ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা । বুধবার সকালে অন্ডাল থানার কেন্দ্রা কোলিয়ারির এজেন্ট অফিসে হানা দেবার পর সাতগ্রামের নিমচার এজেন্ট অফিসে হানা দিয়ে তালা লাগিয়ে সব নথিপত্র সংগ্রহ করেছেন সিবিআই ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments