Home paschim burdwan ইসিএল কার্যালয়ে সিবিআই হানা

ইসিএল কার্যালয়ে সিবিআই হানা

আসানসোল, ২৯ জুলাই : ফের সিবিআইয়ের হানা ইসিএল কার্যালয়ে । প্রায় পাঁচমাস পর আবারও নড়েচড়ে বসলো সিবিআই দপ্তর । বুধবার ইসিএল আধিকারিকদের নিয়ে ইসিএলের নিমচা কোলিয়ারির এজেন্ট অফিসে অতর্কিত হানা দেয় সিবিআই ।

 

 

 

 

 

বিজেপি সাংসদ অর্জুন সিং সাংসদে কয়লার গুনগত মান এবং ইসিএল আধিকারিকের সহযোগিতায় উঁচু মানের কয়লাকে নিম্নমানের দেখিয়ে পাচারের অভিযোগ আনেন । এরপরই কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর নেতৃত্বে বুধবার সকালে অতর্কিতভাবে ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারীর এজেন্ট অফিসে হানা দেয় সিবিআই ।

 

 

 

 

 

ভিজিলান্স এর 4 সদস্যের একটি দল কোলিয়ারির এজেন্ট কার্যালয় পৌঁছে দরজায় তালা লাগিয়ে দেয় । সে সময় ওই এজেন্ট কার্যালয়ে সার্ভে ডিপার্টমেন্টে দুই সদস্য ঢুকতে গেলে তাদের দপ্তরের বাইরে বেরিয়ে যেতে বলেন ভিজিলান্স ডিপার্টমেন্টের সদস্যরা । কোলিয়ারির এজেন্ট এস.সি মৈত্র, এজেন্ট কার্যালয়ের দরজায় তালা লাগার বিষয়টি লক্ষ্য করে কারণ জানতে চাইলে, ভিজিলেন্স দপ্তরের আধিকারিকেরা তড়িঘড়ি পৌঁছে তারাই কার্যালয়ে তালা লাগিয়েছেন বলেই জানান । এরপর তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বার্তার পর সিবিআইয়ের দুই সদস্য কে সঙ্গে নিয়ে নিজের কার্যালয়ের উদ্দেশ্যে যান এজেন্ট ।

 

 

 

 

 

জানা গেছে, কোলিয়ারির কয়লা উৎপাদনের বিস্তারিত তথ্য সংগ্রহ করার উদ্দ্যেশ্যে তাদের এই অভিযান । আসানসোল-দূর্গাপুর সহ বিভিন্ন ইসিএল দপ্তরেও হানা চালায় সিবিআই এবং ইসিএলের ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা । বুধবার সকালে অন্ডাল থানার কেন্দ্রা কোলিয়ারির এজেন্ট অফিসে হানা দেবার পর সাতগ্রামের নিমচার এজেন্ট অফিসে হানা দিয়ে তালা লাগিয়ে সব নথিপত্র সংগ্রহ করেছেন সিবিআই ।

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments