Home paschim burdwan ইসিএল কার্যালয়ে সিবিআই হানা

ইসিএল কার্যালয়ে সিবিআই হানা

আসানসোল, ২৯ জুলাই : ফের সিবিআইয়ের হানা ইসিএল কার্যালয়ে । প্রায় পাঁচমাস পর আবারও নড়েচড়ে বসলো সিবিআই দপ্তর । বুধবার ইসিএল আধিকারিকদের নিয়ে ইসিএলের নিমচা কোলিয়ারির এজেন্ট অফিসে অতর্কিত হানা দেয় সিবিআই ।

 

 

 

 

 

বিজেপি সাংসদ অর্জুন সিং সাংসদে কয়লার গুনগত মান এবং ইসিএল আধিকারিকের সহযোগিতায় উঁচু মানের কয়লাকে নিম্নমানের দেখিয়ে পাচারের অভিযোগ আনেন । এরপরই কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর নেতৃত্বে বুধবার সকালে অতর্কিতভাবে ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারীর এজেন্ট অফিসে হানা দেয় সিবিআই ।

 

 

 

 

 

ভিজিলান্স এর 4 সদস্যের একটি দল কোলিয়ারির এজেন্ট কার্যালয় পৌঁছে দরজায় তালা লাগিয়ে দেয় । সে সময় ওই এজেন্ট কার্যালয়ে সার্ভে ডিপার্টমেন্টে দুই সদস্য ঢুকতে গেলে তাদের দপ্তরের বাইরে বেরিয়ে যেতে বলেন ভিজিলান্স ডিপার্টমেন্টের সদস্যরা । কোলিয়ারির এজেন্ট এস.সি মৈত্র, এজেন্ট কার্যালয়ের দরজায় তালা লাগার বিষয়টি লক্ষ্য করে কারণ জানতে চাইলে, ভিজিলেন্স দপ্তরের আধিকারিকেরা তড়িঘড়ি পৌঁছে তারাই কার্যালয়ে তালা লাগিয়েছেন বলেই জানান । এরপর তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বার্তার পর সিবিআইয়ের দুই সদস্য কে সঙ্গে নিয়ে নিজের কার্যালয়ের উদ্দেশ্যে যান এজেন্ট ।

 

 

 

 

 

জানা গেছে, কোলিয়ারির কয়লা উৎপাদনের বিস্তারিত তথ্য সংগ্রহ করার উদ্দ্যেশ্যে তাদের এই অভিযান । আসানসোল-দূর্গাপুর সহ বিভিন্ন ইসিএল দপ্তরেও হানা চালায় সিবিআই এবং ইসিএলের ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা । বুধবার সকালে অন্ডাল থানার কেন্দ্রা কোলিয়ারির এজেন্ট অফিসে হানা দেবার পর সাতগ্রামের নিমচার এজেন্ট অফিসে হানা দিয়ে তালা লাগিয়ে সব নথিপত্র সংগ্রহ করেছেন সিবিআই ।

Most Popular

বিয়ের আগে কিয়ারাকে নিয়ে এ কী বললেন সিড ?

সিড-কিয়ারার প্রেমের গুঞ্জন বহু দিন ধরেই চলছিল বলিউডে৷ কিন্তু কেউই কখনও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি৷ অবশেষে বাজল সানাই৷ আগামী সোমবার, ৬ ফেব্রুয়ারি জয়সলমেরে...

বইমেলায় নিজের লেখা জেরক্স করে বিক্রি করছেন মাত্র 5 টাকায়।

মুঠোফোনের পাতায় যতই আমরা প্রতিভাবান শিল্পীদের পরিচয় পাই না কেন, এমন অনেক ঘটনা থেকে থাকে যা আমাদের বাস্তব জীবনে সামনে থেকে উপলব্ধি করতে হয়।বর্তমানে...

দেওয়াল খুঁড়তেই বেরিয়ে এল ৪৭ লক্ষ টাকা, কি করলেন সেই টাকা দিয়ে?

একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়ালের মধ্যে লুকনো ৬টি টিনের কৌটো উদ্ধার করেছেন সে দেশের এক ব্যবসায়ী। সেই কৌটো থেকে তিনি উদ্ধার করেন ৪৭...

আফ্রিকা মহাদেশের দক্ষিণ এর বোদি উপজাতির নারীদের মেদবহুল পুরুষ পছন্দ

ইথিওপিয়ার দক্ষিণে ওমো উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে বাস বোদি উপজাতির। সেই উপজাতির মহিলাদের পছন্দ গোল ভুঁড়িযুক্ত পুরুষেরা।পৃথিবীতে এমনও উপজাতি রয়েছে যেখানে সুঠাম চেহারা নয়, বরং...

Recent Comments