কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের ডিরেক্টর রাঘবেন্দ্র প্রসাদ সিংয়ের নেতৃত্বে ৩ সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধিদল পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে এসে পৌঁছেছেন। দলের অন্য দুই সদস্য প্রজেক্ট অফিসার অঙ্কিতা শর্মা এবং ইঞ্জিনিয়ার অরুন কুমার প্যাটেল।
আজ এই প্রতি নিধি দলটি পটাশপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। কথা বলছেন বিভিন্ন গ্রামের মানুষজনদের সাথে। লিস্ট তথ্য মিলিয়ে দেখার পাশাপাশি প্ল্যান অনুযায়ী সব কাজ ঠিকঠাক হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন। এই প্রতিনিধি দলটি আজ থেকে ৭ আগস্ট পর্যন্ত তাঁরা জেলার বিভিন্ন জায়গায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ স্বনিযুক্তি প্রকল্প (MGNREGA)-র বিভিন্ন কাজ ঘুরে দেখবেন। ৮ আগস্ট তাঁরা দিল্লি ফিরে যাবেন।