পূজোর আগে সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেঁয়াজ। হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। আজ শেওড়াফুলি পাইকারি আরতে কেজি প্রতি ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে পিঁয়াজ।
শেওড়াফুলি পাইকারি আরৎ সূত্রে খবর, মহারাষ্ট্রের নাসিকে আজকে পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ টাকা। আগেই দক্ষিণভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রে বৃষ্টিতে ব্যাপক পরিমানে পিঁয়াজ ক্ষতি হয়েছে।
সেঞ্চুরির পথে ( হুগলী )
Gepostet von ACN Life News am Dienstag, 20. Oktober 2020
ফলে পরিবহন খরচ দিয়ে পেঁয়াজ আমদানি করতে পারছে না শেওড়াফুলির আরৎদারেরা। যোগান কম থাকার কারনে, শেওড়াফুলি পাইকারি আড়ৎ অধিকাংশ বন্ধ। ব্যবসায়ীদের আশঙ্কা খোলা বাজারে ১০০ টাকা কেজি দাম হওয়ার সম্ভবনা রয়েছে।