চাঁচল, ৩০ জুলাই : বিধ্বংসী আগুনে ভস্মীভূত দুটি শোবার ঘর । মালদহের চাঁচল ২ ব্লকের খেম্পুর গ্রামের ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িতে গতকাল রাতে আগুন লাগে । সন্ধ্যায় রান্না শেষেও উনুনে আগুন থেকে যায় । সেই আগুন ছড়িয়ে পড়ে বলেই অনুমান পরিবারের সদস্যদের । শোবার ঘরে আগুন দেখে আশাদুজ্জামান চিৎকার করতে থাকে । স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন । অবশেষে, এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রিত এলেও প্রয়োজনীয় জিনিসপত্র সহ নগদ ৫০ হাজার টাকা পুড়ে যায় ।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । খাদ্য সামগ্রী থেকে শুরু করে ত্রিপল সবকিছুই তুলে দেন তাঁদের হাতে । পাশাপাশি সরকারি সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।