Home খবর চণ্ডীগড়ের ‘বোনেদের’ স্নানের দৃশ্য যেন আর না ছড়ায়, আর্জি সোনু সুদের

চণ্ডীগড়ের ‘বোনেদের’ স্নানের দৃশ্য যেন আর না ছড়ায়, আর্জি সোনু সুদের

রবিবার সোনু টুইট করে বলেছেন, ‘চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা খুবই দুর্ভাগ্যজনক। এখন আমাদের বোনেদের পাশে দাঁড়ানোর সময়। দায়িত্বশীল সমাজের উদাহরণ তৈরি করতে হবে আমাদের। ভুক্তভোগী ছাত্রীদের নয়, এটা আমাদের পরীক্ষার সময়। সকলে দায়িত্বশীল হয়ে উঠুন।’’চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্নানের ভিডিয়ো ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় এ বার মুখ খুললেন অভিনেতা সোনু সুদ। ছাত্রীদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধও করেছেন তিনি।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী মোবাইল বন্দি করেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে, এমন গুজব ছড়ায়। অভিযোগ, লজ্জায়, অপমানে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের আট ছাত্রী হস্টেলেই আত্মহত্যার চেষ্টা করেছেন।এর পরই নড়েচড়ে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভিডিয়ো সংক্রান্ত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা। চণ্ডীগড় পুলিশের সূত্র উদ্ধৃত করে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রীর কাছ থেকে একটি ভিডিয়োই পাওয়া গিয়েছে। এবং সেটাও তাঁর নিজের।

তাঁর ফোন থেকে কারও ভিডিয়ো তিনি রেকর্ড করেননি। কোনও ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেননি বলেও দাবি করেছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়।সংবাদ সংস্থা এএনআই মোহালির এসএসপির মন্তব্য উদ্ধৃত করে জানাচ্ছে, এক ছাত্রীই এই ঘটনার পিছনে রয়েছেন। তদন্ত চলছে। দোষীদের কেউ রেয়াত পাবেন না বলেও জানিয়েছেন ডিআইজি গুরপ্রীত ভুল্লার। ঘটনায় এ বার মুখ খুললেন অভিনেতা সোনু সুদ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments