কৃষিকাজে চাষীদের সুবিধার্থে ও জল অপচয় দূরীকরণের জন্য স্প্রিংকিলার পাম্পিং মেশিন বিলি করা হলো কৃষকদের। শুক্রবার চাঁচল ১ নং ব্লকের কৃষি দপ্তরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অশোক কুমার শাহ, চাচোল 1 নং ব্লকের কৃষি অধিকর্তার দীপঙ্কর দে,চাচোল 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য সহ অন্যান্যরা।
চাষীদের সুবিধার্থে ( মালদা )
Gepostet von ACN Life News am Freitag, 28. August 2020
এই দিন ওই কৃষি দপ্তরের প্রাঙ্গণে এক কৃষি জমিতে পাম্পিং মেশিন সেট করে কিভাবে জমিতে জল সরবরাহ করা হবে তা হাতে-কলমে শেখানো হয়।
জানা গিয়েছে,এই প্রযন্ত ওই ব্লকে একশো কুড়ি জন কৃষকের হাতে এই পাম্পিং মেশিন তুলে দেওয়া হয়।স্প্রিংকিলার মেশিনের কাজ হল, জল টেনে নিয়ে চারপাশের জমিতে ছিটিয়ে দেওয়া।