পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবে, মালদা কে বাঁচাতে হলে মালদায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে।
এদিন পুরাতন মালদার চৌরঙ্গী মোড় এবং মঙ্গল বাড়িতে চায়ে পে চর্চায় অংশ নিয়ে জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
উল্লেখ্য দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ মালদায় আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। বৈষ্ণবনগরে এক কর্মী সভায় যোগ দেবেন তিনি। তার পূর্বে এদিন সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবাড়ী এবং চৌরঙ্গী মোড়ে চায়ে পে চর্চায় অংশ নেন সায়ন্তন বাবু।
https://www.facebook.com/230205334351193/videos/678497359516962
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। মালদা কে বাঁচাতে হলে বিজেপি কে প্রতিষ্ঠা করতে হবে। না হলে বাংলাদেশের মত অবস্থা হবে পশ্চিমবঙ্গের।