আবারো লোকালয়ে হানা চিতা বাঘের , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন শুকনার শিমুল বাড়ি এলাকায়। চিতা বাঘের হামলায় তিনজন জখম হয়েছেন বলে জানা গেছে। সূত্রে খবর মিলেছে জখম হওয়া তিনজনই স্থানীয় বাসিন্দা। রবিবার বিকেলে তারা গবাদি পশু নিয়ে বাড়ি ফিরছিল, সে সময় হামলা চালায় চিতা বাঘ। তাদের চিৎকার চেঁচামিচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। এরপর তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। জিটিএ সভাসদ পরের তিরকি আহতদের সাথে হাসপাতালে দেখা করতে যান। প্রসঙ্গত তিনি এ বিষয়ে জানিয়েছেন আমরা নিজেরাই নিজেদের বিপদ বাড়াচ্ছি। সংলগ্ন এলাকায় চা বাগানে ঝোপঝাড় হয়ে গেছে, যা চিতা বাঘের আস্তানায় পরিণত হয়েছে।
একাধিকবার বনদপ্তরকে বললেও ঝোপ যার পরিষ্কার করা হচ্ছে না। প্রসঙ্গত গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। তবে ঘন ঘন লোকালয়ে চিতা বাঘের আনাগোনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।