খণ্ডঘোষের শাঁখারী ২ গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর গ্রামের দরিদ্র ক্ষেতমজুর পরিবারের সন্তান শেখ সঞ্জীব পেল ডাক্তারি পড়ার সুযোগ। নিট পরীক্ষায় সঞ্জীবের প্রাপ্ত নম্বর ৭২০ মধ্যে ৫৯৮। আজ সোমবার খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ শাকারী দুই নাম্বার অঞ্চলের কুঞ্জনগর গ্রামের ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া সেখ সঞ্জীবের বাড়িতে এসে তাকে সম্বর্ধনা জানালেন।
সঙ্গে ছিলেন সাকারী দুই অঞ্চলের উপপ্রধান সাইফুদ্দিন চৌধুরী, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শেখ মইনুদ্দিন সহ অন্যান্যরা। বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন শেখ সঞ্জীব ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে সেখ সঞ্জীব কুঞ্জনগর গ্রামের মুখ যেমন উজ্জল করেছে, পাশাপাশি আমার খণ্ডঘোষ বিধানসভারও মুখ উজ্জ্বল করেছে সঞ্জীব।
সঞ্জীব এর ডাক্তারি পড়ার জন্য আমরা সর্বত্রভাবে তাকে সবসময়ই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং সঞ্জীব এর পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ।