Home খবর বৃষ্টি নামাতে রকেট-ড্রোন দিয়ে মেঘের দেশে হামলা চালাচ্ছে চিন!

বৃষ্টি নামাতে রকেট-ড্রোন দিয়ে মেঘের দেশে হামলা চালাচ্ছে চিন!

বৃষ্টি নামাতে রকেট-ড্রোন দিয়ে মেঘের দেশে হামলা চালাচ্ছে চিন!।

রকেটের মাধ্যমে বায়ুস্তরে সিলভার আয়োডাইড পাঠিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করছে চিন।১৯৬১ সাল থেকে চিনে উল্লেখযোগ্য হারে গরম বাড়তে শুরু করে। দাবদাহ থেকে ফসল বাঁচাতে ‘ক্লাউড সিডিং’ শুরু করেছে সে দেশ। ‘ক্লাউড সিডিং’-এর অর্থ রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম ভাবে বৃষ্টি নামানো।সমগ্র চিন জুড়ে, বিশেষ করে চিনের দক্ষিণ সিচুয়ান এবং চংগিং প্রদেশে তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসলের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। সেই কারণে এই এলাকাগুলির কয়েক হাজার হেক্টর কৃষিজমিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে সে দেশের সরকার।

সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ইয়াংসি নদীর তীরবর্তী এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ঘটাতে ‘ক্লাউড সিডিং’ পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা চলছে। এই নদীর তীরবর্তী কিছু অঞ্চল ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে। আর সেই জন্যই এই অভিনব পন্থা গ্রহণ করেছে চিন সরকার।যদিও এই পরিকল্পনা এখনই বাস্তবায়িত করার কথা ভাবছে না চিন। এই এলাকাগুলির আকাশে মেঘের স্তর পাতলা হওয়ার কারণেই আপাতত এই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ইয়াংসি নদীর তীরবর্তী এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ঘটাতে ‘ক্লাউড সিডিং’ পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা চলছে। এই নদীর তীরবর্তী কিছু অঞ্চল ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে।

আর সেই জন্যই এই অভিনব পন্থা গ্রহণ করেছে চিন সরকার। ক্লাউড সিডিং’ আসলে কী? আবহাওয়া পরিবর্তনের জন্য বিমান, রকেট বা ড্রোন ব্যবহার করে বরফের আকারে সিলভার আয়োডাইড ছোড়া হয় আকাশ। এই রাসায়নিক মেঘে গিয়ে ধাক্কা খেয়ে বিক্রিয়া ঘটায় এবং ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টি হিসাবে ঝরে পড়ে।ক্লাউড সিডিংয়ের ক্ষেত্রে বৃহত্তর পরিবেশগত ঝুঁকি রয়েছে কি না, সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। যদিও বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে, যে এই পদ�

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments