এসিএন লাইফ নিউজ, ২৬ অক্টোবর : আবারও লকডাউনের পথে হাঁটল চিন । আজ থেকে চিনের লানঝাউতে ফের লকডাউন হল । ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের । জরুরি অবস্থা ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে ।
ইতিমধ্যেই দেশের শীর্ষ প্রশাসনের তরফে স্টে-অ্যাট-হোম-এর নির্দেশ এসেছে । বাসিন্দাদের প্রয়োজন না হলে শহর ছেড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
অন্যদিকে, সোমবার থেকে চিনের মঙ্গোলিয়ার এজিনে লকডাউন জারি হয়েছে । ৩৫,৭০০ বাসিন্দাকে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই অঞ্চলই সংক্রমণের হটস্পট । গত সপ্তাহে ওই এলাকায় করোনা আক্রান্ত হয়েছে ১৫০ জন ।
চিনের প্রায় ১১ টি প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা, এমনটাই খবর সংবাদসংস্থা এএফপি সূত্রে । রাজধানী বেজিংয়েও ছড়িয়েছে করোনা । বিশেষ করে চীনের লানঝো প্রদেশ নিয়ে উদ্বেগ্ন রয়েছে । জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষার উপরেও ।বাইরে বেরোতে গেলেই করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে । ইতিমধ্যেই বহু উড়ান বাতিল হয়েছে ।
ছবি সৌজন্য : Pixabay