ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকার হরিজন পাড়া থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম বিকাশ হরিজন বয়স কুড়ি বছর। বাড়ি এলাকার হরিজন পাড়া ।
পুলিশ সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা বেলা ঝলঝলিয়া এলাকা থেকে বাড়ি আসার সময় মমতাজ শেখ নামে এক ব্যক্তির পথ আটকে অভিযুক্তরা তার কাছ থেকে 28 হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যক্তি এই বিষয়ে ইংরেজবাজার থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করে ।
পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে ঘটনার তিন ঘন্টার মধ্যেই মোবাইল ফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্ত ছিনতাইবাজ বিকাশ হরিজনকে হরিজন’ পাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
https://www.facebook.com/230205334351193/videos/1524903994375798
তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু টাকা ।তবে এই ঘটনার সঙ্গে আরো একজন যুক্ত রয়েছে যদিও পুলিশের জালে সে এখনো ধরা পড়েনি। ধৃত বিকাশ হরিজন কে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে প্রেস করে ইংলিশ বাজার থানা পুলিশ