আবারো চোলাই মদের বিরুদ্ধে অভিযান ভাতার থানার পুলিশের। পূর্ব বর্ধমানের ভাতার থানার বিভিন্ন প্রান্তের চোলাই মদের বিরুদ্ধে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ।
গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ তিন চোলাই কারবারিকে গ্রেফতার করেছে ।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম দীনবন্ধু রায়, নিতাই রায় ও শ্যামসুন্দর রায় ,সকলের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার নতুনগ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় ভাতারের নতুনগ্রামে এই তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরির ভাটি চালাচ্ছিল । ভাতার থানার বিভিন্ন প্রান্তের বিশেষভাবে নজরদারি থাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ভাটিখানায় হানা দেয়। হাতেনাতে ধরে ওই তিন চোলাই কারবারিকে।
ধৃতদের কাছ থেকে ৬০লিটার চোলাই মদসহ ,মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের এদিন বিচার বিভাগীয় তদন্তের জন্য বর্ধমান আদালতে পাঠায় পুলিশ।