একের পর এক চোলাই মদের বিরুদ্ধে অভিযান ভাতার থানার পুলিশের। ভাতার থানার বিভিন্ন প্রান্তে চোলাই মদের বিরুদ্ধে বিশেষভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ তিন চোলাই কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ভূপতি দাস, অমর দাস, ঝন্টু দাস, এদের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার আমারুণ গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, আমারুন গ্রামে এই তিন ব্যক্তি চোলাই মদ তৈরীর ভাটি চালাচ্ছিল। ভাতার থানার বিভিন্ন এলাকায় বিশেষভাবে নজরদারি থাকায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ভাটিখানায় হানা দেয় ।
https://www.facebook.com/230205334351193/videos/421475685703111
হাতেনাতে ধরে ওই তিন চোলাই কারবারিকে। ধৃতদের কাছ থেকে মদ তৈরির সরঞ্জামসহ, ৬০ লিটার চোলাই মদ ও ১২০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। ধৃতদের এদিন বিচার বিভাগীয় তদন্তের জন্য আদালতে পাঠায় পুলিশ । ভাতারের বিভিন্ন প্রান্তে চোলাই মদের বিরুদ্ধে বিশেষ নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।