ফের চোলাই মদের বিরুদ্ধে অভিযান ভাতার থানার পুলিশের। গতকাল গভীর রাত্রে হানা দিয়ে পুলিশ ৪ চোলাই কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃতদের নাম সমর হাজরা, খোকন দাস, গৌড় গরান ঘোষ, ও চৈতন্য ঘোষ। সকলের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার মুরারীপুর গ্রামে।
https://www.facebook.com/230205334351193/videos/400750544503046
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুরারীপুর গ্রামে হানা দিয়ে ৪ চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে মদ তৈরির সরঞ্জাম সহ মোট ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ।
ধৃতদের এদিন বিচার বিভাগীয় তদন্তের জন্য আদালতে পাঠায়। তবে চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ।