ভরসন্ধ্যায় চলন্ত বাসে আগুন। এলাকায় চাঞ্চল্য। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ হাওড়া ডোমজুড় সলপ বাজারের কাছে বিবাদীবাগ থেকে ডোমজুড় গামি সিএসটিসির বাসে আগুন লাগে।
যাত্রীভর্তি ওই বাসে ড্রাইভার এর কেবিনে প্রথমে আগুন লাগে। দ্রুত সেই ইঞ্জিনের আগুন ছড়িয়ে পড়ে। দাও দাও করে রাস্তার ওপর জ্বলতে থাকে বাসটি। ধোয়া দেখে বাস থেকে যাত্রীরা আগেই নেমে পড়ার ফলে কেউ হতাহত হননি।
https://www.facebook.com/230205334351193/videos/859545838127100
এদিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তাদের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় নেভানো সম্ভব হয় আগুন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আগুন লাগে। পরেবাসটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।