দুর্গাপূজায় মাইক বাজাতে এসে হঠাৎ চলন্ত বাইকে আগুন লেগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনা সোনামুখী থানার পাঁচাল গ্রাম পঞ্চায়েতের ইছারিয়া গ্রামে ।
স্থানীয় সুত্র জানতে পারা যায় এদিন ইছারিয়া সর্বজনীন দূর্গা উৎসবে মাইক বাজাতে আসে পুরনো একটি হিরো হোন্ডা মোটর বাইক নিয়ে ।
এরপর পুজো প্যান্ডেল থেকে দোকানে যাবার পথেই হঠাৎ করে চলন্ত গাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে থাকে ।
চলন্ত বাইকে আগুন : এলাকায় চাঞ্চল্য ( বাঁকুড়া )
চলন্ত বাইকে আগুন : এলাকায় চাঞ্চল্য ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 22. Oktober 2020
ফলে ঘটনা প্রত্যক্ষ করে স্তম্ভিত হয়ে যান এলাকার মানুষ এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে বাইক পুড়ে ছাই হয়ে যায় ।
তবে ঠিক কি কারণে চলন্ত বাইকে আগুন লেগেছে তা বুঝতে পারছে না কেউই ।