Home আজকের খবর চাঁচলে দুঃসাহসিক চুরি

চাঁচলে দুঃসাহসিক চুরি

রাতের অন্ধকারে শাটার ফাটিয়ে সোনার দোকানের দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের মকদম পুর এলাকায়। চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা!

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এই চুরির ঘটনাটি সামনে আসে। ওই দোকানের মালিক সুশীল সাহা দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙ্গা রয়েছে। দোকানের ভিতরে ঢুকতেই তার চোখ কপালে উঠে। দোকানে শোকেসের ভিতর সাজানো চাঁদি ও সোনার অলংকার সমস্ত কিছুই চুরি হয়েছে। দোকানের ভিতর ক্যাশবাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনার খবর এলাকায় চাউর হতে ওই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়!

ওই দোকানের মালিক সুশীল সাহা দাদা পাপ্পু সাহা বলেন, গভীর রাত্রে দুষ্কৃতীরা দোকানের শাটার ভেঙে দোকানে মজুদ থাকা বেশিরভাগ চাদি এবং সোনার অলংকার চুরি করে চম্পট দেই। সকালবেলা দোকান খুলতে এসে ভাই দেখে দোকানের শাটার ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে তারপরের দোকানের ভিতরে ঢুকতে গেলে দেখে দোকানের বেশিরভাগ চাদি ও সোনার অলংকার খোয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ হাজার টাকা।

শুধু তাই নয় আজ থেকে প্রায় ছয় বছর আগে ওই দোকানের মালিক সুশীল সাহা বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল।

রাতের অন্ধকারে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বাসিন্দাদের বক্তব্য, সন্ধ্যে হলেই এলাকায় মদ, জুয়ার আসর বসে। এলাকার পরিবেশ নষ্ট নষ্ট হচ্ছে, অবিলম্বে তারা পুলিশের নজরদারি দাবি তুলেছেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments