Home আজকের খবর চাঁচলে দুঃসাহসিক চুরি

চাঁচলে দুঃসাহসিক চুরি

রাতের অন্ধকারে শাটার ফাটিয়ে সোনার দোকানের দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের মকদম পুর এলাকায়। চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা!

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এই চুরির ঘটনাটি সামনে আসে। ওই দোকানের মালিক সুশীল সাহা দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙ্গা রয়েছে। দোকানের ভিতরে ঢুকতেই তার চোখ কপালে উঠে। দোকানে শোকেসের ভিতর সাজানো চাঁদি ও সোনার অলংকার সমস্ত কিছুই চুরি হয়েছে। দোকানের ভিতর ক্যাশবাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনার খবর এলাকায় চাউর হতে ওই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়!

ওই দোকানের মালিক সুশীল সাহা দাদা পাপ্পু সাহা বলেন, গভীর রাত্রে দুষ্কৃতীরা দোকানের শাটার ভেঙে দোকানে মজুদ থাকা বেশিরভাগ চাদি এবং সোনার অলংকার চুরি করে চম্পট দেই। সকালবেলা দোকান খুলতে এসে ভাই দেখে দোকানের শাটার ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে তারপরের দোকানের ভিতরে ঢুকতে গেলে দেখে দোকানের বেশিরভাগ চাদি ও সোনার অলংকার খোয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ হাজার টাকা।

শুধু তাই নয় আজ থেকে প্রায় ছয় বছর আগে ওই দোকানের মালিক সুশীল সাহা বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল।

রাতের অন্ধকারে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বাসিন্দাদের বক্তব্য, সন্ধ্যে হলেই এলাকায় মদ, জুয়ার আসর বসে। এলাকার পরিবেশ নষ্ট নষ্ট হচ্ছে, অবিলম্বে তারা পুলিশের নজরদারি দাবি তুলেছেন।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments