দক্ষিণ 24 পরগনা সোনারপুর থানার পুলিশ চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করতে নাকা চেকিংয় শুরু করে সেই সময় নরেন্দ্রপুর, ঘটকপুকুর, সোনারপুর ,ভাঙ্গড়, ঘুটিয়ারি শরিফ, প্রভৃতি জায়গায় তল্লাশি চালিয়ে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, এদের কাজ হল ভদ্রবেশে গাড়ি চালিয়ে গোপনে দামি ব্যাটারি চুরি করা। তাদের কাছে পাওয়া গিয়েছে চারচাকার সেন্ট্রো গাড়ি যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা, ৭০টি বড় ব্যাটারি যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা, ৫০টি ছোট ব্যাটারি যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা, ২০ কেজি তামার তার, প্রায় ৫০ কেজি পিতলের বাসনপত্র। সেই সঙ্গে বেশকয়েকটি দামি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ।
https://www.facebook.com/230205334351193/videos/695981301051177
ধৃতদের নাম হল ইয়াসিন গাজি(৩০), রাহুল জসওয়াল(৩৫), সুরজিৎ মান্না(২৭) ও প্রতাপ জসওয়াল। তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে আদালতের নির্দেশে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু তিনি বলেন ।এরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ব্যাটারি চুরি করেছিল ।সোমবার বেরিয়েছিল কোন বড়োসড়ো অপারেশন করার জন্য তার আগে গ্রেপ্তার করা হয়েছে।