চোরাচালানকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ১৭ টি বাইক সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল কোতুলপুর থানার পুলিশ। বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা ।
প্রসঙ্গ, সম্প্রতি কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তিন বাইক পাচারকারীকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ১৯ টি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস কোতুলপুর থানায় এক সাংবাদিক সম্মেলন করে ঐ বাইকদের আসল মালিকদের সন্ধান করে তাদের হাতে তা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
এদিন ১৯ জনের মধ্যে ১৭ জনের হাতে তাদের চুরি যাওয়া বাইক ফিরিয়ে দিল কোতুলপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইক গুলির মালিকরা বেশীরভাগের বাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বলে জানা গেছে। পুলিশের এই সাফল্যে খুশি সংশ্লিষ্ট বাইক গুলির মালিকেরাও।
https://www.facebook.com/230205334351193/videos/860702614758282
পশ্চিম মেদিনীপুরের জুনশোল গ্রামের বিপ্লব দণ্ডপাট বলেন, গননগনি পিকনিক স্পট থেকে আমার বাইকটি চুরি হয়। এই ঘটনার পর গড়বেতা থানায় অভিযোগ জানাই। পরে পুলিশের কাছ থেকে বাইক উদ্ধারের খবর পাই। বিষ্ণুপুর মহকুমা আলালতের নির্দেশে এদিন কোতুলপুর থানার পূলিশ তার হাতে বাইক তুলে দিল বলে তিনি জানান।
সুমন মহান্তী নামে আর এক বাইক মালিক বলেন, বছর চারেক আগে মেদিনীপুর হাসপাতাল থেকে বাইকটি চুরি হয়। ফেরৎ পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিছুদিন আগে পুলিশের কাছ থেকে বাইক উদ্ধারের খবর পাই। এদিন সমস্ত নিয়মকানুন মেনে কোতুলপুর থানা তার খোয়া যাওয়া বাইক ফেরৎ দিল বলে তিনি জানান।