গত ২১ তারিখ শনিবার ইনদাদুল মন্ডল নামে চট্টা কালিকাপুরের বাসিন্দার বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। সেই সময় সপরিবার উনি একটি নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলেন।
রাতে ফিরে এই চুরির ঘটনা দেখতে পায়। ২২ তারিখ সেই বিষয়ে কালিতলা আশুতি থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। কালিতলা আশুতি থানার পুলিশ তদন্তে নেমে যার বাড়িতে চুরি হয়েছিল তারই এক আত্মীয়কে প্রথম সন্দেহের বশে জিজ্ঞাসাবাদ করা হয়। কারন ওই ব্যক্তির নামে অতীতেও বহু অভিযোগ থানায় ছিল।
https://www.facebook.com/230205334351193/videos/709599999663762
প্রথম অবস্থায় সে কোনো কিছু না বললেও পুলিশি জেরায় সে ভেঙে পড়ে। সে স্বীকার করে আরো তিন ব্যক্তিকে সঙ্গে নিয়েই সে এই চুরির কাজটি করেছে।
তার কথা অনুযায়ী বাকি তিনজনকেও গ্রেপ্তার করে কালিতলা আশুতি থানার পুলিশ। এদের থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ বিরানোব্বই হাজার আটশো কুড়ি টাকা নগদ এবং ২৫ টি সোনার গয়না যার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা।
কালিতলা থানা এই চারজনকে ৪৬১/৩৮০ ipc ধারায় আলিপুর কোর্টে পাঠালে আলিপুর কোর্ট ২৬/১১ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত ব্যক্তিরা হলো ১)শেখ নুর উদ্দিন ২)এন্তাজ মন্ডল ৩)আশফাক মোল্লা এবং ৪)শেখ নুর আক্তার।