জানা গিয়েছে,চাঁচল ১নম্বর ব্লকের বসন্তপুর কাঞ্চনটোলা হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট ছিল। মোট আসন রয়েছে ছয়টি। এখানে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট রয়েছে। সকাল থেকে ভোটগ্রহন পর্ব শুরু হয়। দেখা যায় অভিভাবকদের সাথে পড়ুয়ারা ভোট গ্রহন কেন্দ্রে ঢুকে ভোট দান করছেন।
ছবি প্রকাশ্যে আসতেই ভোট গ্রহন কেন্দ্রের সামনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ মোতায়েন থাকলেও কোন ভূমিকা ছিল না তাদের। এক অভিভাবক জানান,তিনি নিরক্ষর তাই তার মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন।
বিজপি সাংসদ খগেন মুরমু বলেন,আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে ভোট করে। ওরা সমস্ত ভোটে ভোট লুঠ করে। মানুষকে ড্রিস্টাব করে।ঠিক মাদ্রাসার ভোটেও একই কাজ করছে তৃণমূল কংগ্রেস।