পরিবর্তন পরিবর্তন সব নাটক হচ্ছে। লোক দেখানো পরিবর্তন করা হচ্ছে। যদি পরিবর্তন করতেই হয় তাহলে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে পরিবর্তন করতে হবে। আজ এই ভাষাতেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কে দুশলেন বিজেপি নেতা তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়।
আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হন রাঢ বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জি। বিষ্ণুপুর বিজেপির সাংগঠনিক জেলার তরফে এদিন একটি যোগদান অনুষ্ঠানে পাঁচশো জন বিভিন্ন দল থেকে আসা মানুষ যোগদান করেন।তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাজু বন্দ্যোপাধ্যায়।সেখানেই কলকাতা পুলিশে কর্মরত এক প্রাক্তন পুলিশকর্মী সৌমিত্র সিংহ দেব যোগদান করেছেন বলে বিজেপির তরফ থেকে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়ের ( বাঁকুড়া )
মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়ের ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 17. September 2020
আর সেখানেই সাংবাদিকদের তৃণমূলের অন্দরে শৃংখলার পরিবর্তনের ঘটনায় প্রশ্নের উত্তরে রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন সবই লোক দেখানো পরিবর্তন করা হচ্ছে। নাটক হচ্ছে, যদি পরিবর্তন করতে হয় তাহলে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কে পরিবর্তন করতে হবে। কাঠমানি ফান্ডার নায়ক মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি। মাফিয়া রাজ এর নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি। গণতন্ত্র হত্যার নেতৃত্ব দিচ্ছেন পিসি ভাইপো। যদি সরাতে হয় তাহলে তাদেরকে সরাতে হবে। আর বাংলার মানুষ ছয় মাস পর তাদের সরিয়ে দেবেন।
যোগদানকারী প্রাক্তন পুলিশকর্মী সৌমিত্র সিংহ দেবের দাবি অন্যায় ভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশকর্মীদের। পুলিশদের ভয় দেখিয়ে মনমতো জায়গায় বদলি করে দেওয়া হবে। এইভাবে একটা বিভীষিকা তৈরি করা হয়েছে পুলিশের মধ্যে।