Home অফবিট কলগেট ব্যবহার করে দূর করুন ব্রণর দাগ

কলগেট ব্যবহার করে দূর করুন ব্রণর দাগ

এসিএন লাইফ নিউজ, ৭ অক্টোবর : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । যাকে বলে একেবারে দরজায় কড়া নাড়ছে পুজোর ঘণ্টা । আর পুজোর আগে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরী । নিজেকে পুজোর সময় সুন্দর করে মেলে ধরতে যে সকলেই চায় । তাই পুজোর আগে ত্বককে উজ্জ্বল করতে, ব্রণর দাগ দূর করতে, ব্ল্যাক হেডস দূর করতে এখন ঘরোয়া উপায়ে শুরু করুন রূপচর্চা ।

 

 

 

 

 

আপনার মুখে কী ব্রণ বের হচ্ছে ? তাহলে বাড়িতে কলগেট একটি ইয়ার বার্ড দিয়ে ব্রণের দাগের ওপর রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন । সকালে উঠে দেখবেন ব্রণ শুকিয়ে গেছে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

যদি আপনার মুখে এখনও পর্যন্ত ব্রণর দাগ স্পষ্ট রয়ে যায় তাহলে, কলগেট ও লেবুর রস একটি পাত্রে মিশিয়ে নিন । এরপর এই মিশ্রণ ব্রণ থেকে হওয়া কালো দাগের উপর লাগিয়ে রাখুন । শুকিয়ে গেলে ধুয়ে নিন । দেখবেন দাগ দূর হয়ে গেছে ।

 

 

 

 

 

 

 

 

 

 

আপনার ত্বক যদি নিয়মিত রোদে পুড়তে থাকে, তাহলে একটি পাত্রে কিছুটা কোলগেট ও টম্যাটো বাটা মিক্স করে সারা মুখে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন । দেখবেন রোদে পোড়া দাগ উঠে গেছে এবং আপনার ত্বক ফর্সা ও উজ্জ্বল হবে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

মুখের ব্ল্যাক হেডস দূর করতে গেলে একটি বাটিতে কিছুটা কোলগেট, হাফ চামচ নুন ও এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন ভালো করে। এরপর তা মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । দেখবেন ব্ল্যাক হেডস দূর হয়ে গেছে ।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments