এসিএন লাইফ নিউজ, ৭ অক্টোবর : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । যাকে বলে একেবারে দরজায় কড়া নাড়ছে পুজোর ঘণ্টা । আর পুজোর আগে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরী । নিজেকে পুজোর সময় সুন্দর করে মেলে ধরতে যে সকলেই চায় । তাই পুজোর আগে ত্বককে উজ্জ্বল করতে, ব্রণর দাগ দূর করতে, ব্ল্যাক হেডস দূর করতে এখন ঘরোয়া উপায়ে শুরু করুন রূপচর্চা ।
আপনার মুখে কী ব্রণ বের হচ্ছে ? তাহলে বাড়িতে কলগেট একটি ইয়ার বার্ড দিয়ে ব্রণের দাগের ওপর রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন । সকালে উঠে দেখবেন ব্রণ শুকিয়ে গেছে ।
যদি আপনার মুখে এখনও পর্যন্ত ব্রণর দাগ স্পষ্ট রয়ে যায় তাহলে, কলগেট ও লেবুর রস একটি পাত্রে মিশিয়ে নিন । এরপর এই মিশ্রণ ব্রণ থেকে হওয়া কালো দাগের উপর লাগিয়ে রাখুন । শুকিয়ে গেলে ধুয়ে নিন । দেখবেন দাগ দূর হয়ে গেছে ।
আপনার ত্বক যদি নিয়মিত রোদে পুড়তে থাকে, তাহলে একটি পাত্রে কিছুটা কোলগেট ও টম্যাটো বাটা মিক্স করে সারা মুখে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন । দেখবেন রোদে পোড়া দাগ উঠে গেছে এবং আপনার ত্বক ফর্সা ও উজ্জ্বল হবে ।
মুখের ব্ল্যাক হেডস দূর করতে গেলে একটি বাটিতে কিছুটা কোলগেট, হাফ চামচ নুন ও এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন ভালো করে। এরপর তা মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । দেখবেন ব্ল্যাক হেডস দূর হয়ে গেছে ।