Home আজকের খবর সং''ঘর্ষ ঘিরে উত্তে''জনা

সং”ঘর্ষ ঘিরে উত্তে”জনা

পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক পাণ্ডবেশ্বর থানা এলাকার শ্যামলা অঞ্চলে ফড়ফড়ি গ্রামে কত বছর দূর্গা পূজার সময় এলাকায় বন্ধ স্বাস্থ্যকেন্দ্র তে তৃণমূলের ছাত্র পরিষদের পার্টি অফিসের উদ্বোধন করেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। গত দু দিন আগে দেওয়ালে ফলক লাগিয়ে, গেট লাগিয়ে মেরামতি করতে গেলে গ্রামের তৃণমূল কর্মীরা বাধা দেয়।

এই ঘটনার কথা বিধায়ক হরেরাম সিং কে জানানো হলে তিনি বলেন বিষয়টি দুই পক্ষকে ডেকে মীমাংসা করা হবে। কিন্তু কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর কোন সূরা গ্রামের তৃণমূল কর্মীরা পার্টি অফিসের বন্ধ খুলতে জামাই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা বাধা দেয় তার থেকে শুরু হয় সংঘর্ষ ও বোমাবাজি বলে অভিযোগ ওই এলাকার তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের। অন্যদিকে গতকাল রাতে শ্যামলা অঞ্চলের গ্রামবাসী তথা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, এখানে তৃণমূল পার্টি অফিস করা যাবে না।

তাই তারা নতুন যে গেট বসানো হয়েছিল সেটি ভেঙে দেওয়ায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীরা এসে বিতর্ক থেকে সংঘর্ষ বাধে। তারপর বোমাবাজি চালায় বলে অভিযোগ এলাকার তৃণমূল কর্মীদের । বোমার আঘাতে দুই গ্রামের দুই ছাত্র পরিষদের তৃণমূল কর্মী আহত হয়। তাদের গতকাল রাতেই হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বরের থানার পুলিশ।

এই ঘটনায় পুলিশ দুই পক্ষের মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত্রে অভিযান চালিয়ে ২৩ জনের মধ্যে দুই পক্ষেরই সাত জনকে গ্রেফতার করেছে গ্রেফতার করে পুলিশ। এই ৭ দিনের মধ্যে একজন রয়েছে শ্যামলা পঞ্চায়েতের প্রধান কাজলী মন্ডলের স্বামী ব্রেস মন্ডল।

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় একটি দোকান ভাঙচুর করে বলে অভিযোগ। আবার একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে এল পার্টি অফিস দখলকে কেন্দ্র করে। এবং ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে তাতে ১০ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানানো হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments