পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক পাণ্ডবেশ্বর থানা এলাকার শ্যামলা অঞ্চলে ফড়ফড়ি গ্রামে কত বছর দূর্গা পূজার সময় এলাকায় বন্ধ স্বাস্থ্যকেন্দ্র তে তৃণমূলের ছাত্র পরিষদের পার্টি অফিসের উদ্বোধন করেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। গত দু দিন আগে দেওয়ালে ফলক লাগিয়ে, গেট লাগিয়ে মেরামতি করতে গেলে গ্রামের তৃণমূল কর্মীরা বাধা দেয়।
এই ঘটনার কথা বিধায়ক হরেরাম সিং কে জানানো হলে তিনি বলেন বিষয়টি দুই পক্ষকে ডেকে মীমাংসা করা হবে। কিন্তু কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর কোন সূরা গ্রামের তৃণমূল কর্মীরা পার্টি অফিসের বন্ধ খুলতে জামাই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা বাধা দেয় তার থেকে শুরু হয় সংঘর্ষ ও বোমাবাজি বলে অভিযোগ ওই এলাকার তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের। অন্যদিকে গতকাল রাতে শ্যামলা অঞ্চলের গ্রামবাসী তথা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, এখানে তৃণমূল পার্টি অফিস করা যাবে না।
তাই তারা নতুন যে গেট বসানো হয়েছিল সেটি ভেঙে দেওয়ায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীরা এসে বিতর্ক থেকে সংঘর্ষ বাধে। তারপর বোমাবাজি চালায় বলে অভিযোগ এলাকার তৃণমূল কর্মীদের । বোমার আঘাতে দুই গ্রামের দুই ছাত্র পরিষদের তৃণমূল কর্মী আহত হয়। তাদের গতকাল রাতেই হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বরের থানার পুলিশ।
এই ঘটনায় পুলিশ দুই পক্ষের মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত্রে অভিযান চালিয়ে ২৩ জনের মধ্যে দুই পক্ষেরই সাত জনকে গ্রেফতার করেছে গ্রেফতার করে পুলিশ। এই ৭ দিনের মধ্যে একজন রয়েছে শ্যামলা পঞ্চায়েতের প্রধান কাজলী মন্ডলের স্বামী ব্রেস মন্ডল।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় একটি দোকান ভাঙচুর করে বলে অভিযোগ। আবার একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে এল পার্টি অফিস দখলকে কেন্দ্র করে। এবং ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে তাতে ১০ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানানো হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে।