দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা বেহাল হয়ে পড়েছে । ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের । এই পরিস্থিতিতে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । আজ এমন চিত্র ফুটে উঠল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের কাদাঘাটা এলাকায় ।
গ্রামবাসীদের দাবি কাদাঘাটা থেকে ভাটপাড়া কলোনি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে । বারবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও রাস্তা সংস্কারের কোনরকম উদ্যোগ নিচ্ছে না স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ । যার কারণে বাড়ছে দুর্ঘটনার । সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের ।
তবে শুধুমাত্র এই রাস্তাটি নয় আরো কয়েকটি রাস্তা রয়েছে সেগুলিও বেহাল হয়ে পড়েছে । রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে বর্ষাকালে বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে । সমস্যার হাত থেকে মানুষজন কবে মুক্তি পায় তা জানা নেই কারুর । বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব ।