মালদা, ২২ জুলাই : কোভিড কালে রাজ্যে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান । তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস হচ্ছে । জারি রয়েছে ভর্তি হওয়ার প্রক্রিয়াও । এবার সেই ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠল মালদার গৌড় মহাবিদ্যালয় কর্তৃপক্ষে বিরুদ্ধে । এদিন অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন কয়েকশ ছাত্র-ছাত্রী ।
কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ, কোভিড পরিস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রী কলেজগুলিকে মানবিক হতে বলে ফি মুকুবের পরামর্শ দিচ্ছেন । ঠিক এমন সময় মুখ্যমন্ত্রীর কথাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন অমান্য করে মোটা টাকা ফি নিচ্ছে গৌড় কলেজ কর্তৃপক্ষ । যেখানে ভর্তি ফি ৫০০ টাকা নেওয়ার কথা, সেখানে নেওয়া হচ্ছে ৩০০০-৪০০০ টাকা । এক একটি ডিপার্টমেন্টে একেক রকম ফি নেওয়া হচ্ছে । কোভিড পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকলেও নেওয়া হচ্ছে ল্যাব, লাইব্রেরি, জিম, কালচারাল ফি । কলেজে কোনও জিম না থাকলেও জিমের জন্য ১৪০০ টাকা ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের ।
এদিন দুপুর ১২টা থেকে প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা । তাঁদের দাবি বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন মেনে অযাচিত ফি মুকুব করতে হবে । বিষয়টিকে ঘিরে ইতিমধ্যেই মালদা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । অতিরিক্ত ফি প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ ও ঘেরাও চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা ।
যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি কলেজ কর্তৃপক্ষ ।