মালদা, ২২ জুলাই : জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসা । ঘটনায় এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে । গুলিবিদ্ধ ব্যক্তির নাম সেখ হেনা । বয়স ৪৫ । রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকার ঘটনা । বর্তমানে গুলিবিদ্ধ ব্যক্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সেখ নাজির ।
জানা গেছে, সেখ হেনার জমির পাশেই রয়েছে নাজিরের জমি । জমির আল দেওয়াকে কেন্দ্র করে এর আগেও তাদের মধ্যে বচসা হয়েছিল । অভিযোগ, বুধবার রাতে আবারও একই বিষয় নিয়ে বচসা শুরু হয় সেখ হেনা ও সেখ নাজির । সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত । ঘটনা অভিযুক্ত সেখ নাজিরের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গুলিবিদ্ধ ব্যক্তি ।
রতুয়া থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।