Home খবর পাশেই ছিলেন মহিলা রক্ষী থাকা সত্বেও তিন বছরের ছাত্রীকে ধর্ষণ ,অভিযোগ চালকের...

পাশেই ছিলেন মহিলা রক্ষী থাকা সত্বেও তিন বছরের ছাত্রীকে ধর্ষণ ,অভিযোগ চালকের বিরুদ্ধে

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।
ধৃত বাসচালকের বয়স ৩২ বছর। দুই কন্যাসন্তানের বাবা তিনি। মাস দু’য়েক আগে একটি কিন্ডারগার্টেন স্কুলের বাসচালকের কাজ পান। পুলিশ খতিয়ে দেখছে, ওই চালককে কাজে যুক্ত করার সময় তাঁর পরিচয়পত্র ইত্যাদি খতিয়ে দেখা হয়েছিল কি না। মহিলা রক্ষীর উপস্থিতিতে একটি তিন বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলবাসের চালকের বিরুদ্ধে।

বৃহস্পতিবারের ঘটনার পর কেন চার দিন নির্যাতিতা শিশুর বাবা-মা অপেক্ষা করলেন, কেন চার দিন পর তাঁরা থানায় এলেন— এ সব খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে সোমবারই শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাতে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।মেয়েটির মায়ের বয়ান অনুযায়ী, গত বৃহস্পতিবার স্কুল থেকে বাসে বাড়ি ফেরার পর মেয়েকে দেখে অবাক হন তিনি।

কারণ, যে পোশাক পরে মেয়ে স্কুলে গিয়েছিল, সেটা পরে ফেরেনি। স্কুল ব্যাগে এক সেট জামাকাপড় থাকত তার।সেটা পরে মেয়ে ফিরেছে। জিজ্ঞাসা করায় সে কোনও উত্তর দেয়নি। এর পরই মায়ের সন্দেহ হয়। তিনি স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষকাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, শিশুটি ক্লাসে পোশাক বদল করেনি।পরে ওই বাসচালক এবং মহিলা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয়। তার পরই অভিযোগ দায়ের হয়েছে।এর পর বাসচালকের পাশাপাশি মহিলা রক্ষীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬বি এবং পকসো ধারায় মামলা রুজু হয়েছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments