পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় মর্মন্তিক পথ দুর্ঘটনায় ৯ জোনের মৃত্যু হয়েছে । আহত হয়েছন 26 জন ।
এই ঘটনা যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হাওয়ার পর রাত্রি ১০.২৪ টা নাগাদ, দেশের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে নিজ অফিসিয়াল টুইট করেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন টুইটে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লক্ষ টাকা।
আহতদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা। সূত্র মারফত জানাগেছে ৯ টি ,২ লক্ষ টাকার চেক নিহত পরিবারের হাতে তুলে দেবেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।