Home করোনাভাইরাস করোনা সংক্রমণ অনেকটাই কমেছে

করোনা সংক্রমণ অনেকটাই কমেছে

Breking news

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৮,৮১৩। দু’মাস পর দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা আবার আট হাজারের ঘরে পৌঁছেছে। সোমবার এই সংখ্যা ছিল ১৪,৯১৭।গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃতের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে দিল্লিতে আট জন মারা গিয়েছেন।

এ ছাড়া পঞ্জাবে ছয় জন, উত্তরপ্রদেশ, গুজরাত ও জম্মু ও কাশ্মীরে দু’জন এবং মহারাষ্ট্র, কেরল, ওড়িশা, ছত্তীসগঢ়, অসম, গোয়া, ত্রিপুরা, সিকিম ও নাগাল্যাণ্ডে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার এই সংখ্যা ছিল ৩২। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৯ হাজার ৬৬১ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।সোমবার এই সংখ্যা ছিল ১৪,৯১৭। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায় ।

দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,২২৭। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে কর্নাটক (১,২০৬), মহারাষ্ট্র (১,১৮৯) ও কেরল (৭৫৮)।গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমে হল ৪.১৫ শতাংশ। সোমবার দৈনিক সংক্রমণের হার ছিল ৭.৫২ শতাংশ।দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৬ লক্ষ ৩৮ হাজার ৮৪৪ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ২০৮ কোটি ৩১ লক্ষ ২৪ হাজার ৬৯৪ টিকাকরণ হয়েছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments