মহরম মুসলিম সম্প্রদায়ের একটি একটি পবিত্র অনুষ্ঠান, সেই মহরমের দোফরমাতমকে ঘিরে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়৷ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চকসাপুর গ্রামে মুসলিমদের ধর্মগুরু পীর সংরক্ষিত হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পরিবার পালেদের বংশধরদের হাতে।
মহরম এর দোফরেমাতমে বাঁকুড়ার ইন্দাসে এসে সম্মিলিত হয়েছে দুই ধর্ম অর্থাৎ হিন্দু মুসলমান সম্প্রদায়ের একাধিক মানুষ। প্রত্যেক ধর্মের মানুষরা একসাথে সম্মিলিত হয়ে পুজো পুজো অর্চনা প্রসাদ বিলি সহ আরো অন্যান্য কাজে একসাথে হাতে হাত মিলিয়েছে, ।
শুধু তাই নয় এই অনুষ্ঠান নাকি হিন্দু ভাই-বোনেরাই পরিচালনা করে। সবে মিলে এই যুগে দাঁড়িয়ে সম্প্রীতির এক নজির স্থাপন করেছে বাঁকুড়া জেলার ইন্দাসের এর এই চকসাপুর গ্রাম। সম্রাট আকবর প্রচলন করে গেছলেন ‘সুল ই কুলের’ অর্থাৎ সর্ব ধর্ম সমন্বয়ের, তারই এক দৃষ্টান্ত দেখতে পাওয়া গেল বাঁকুড়ার এই প্রান্তিক গ্রামে।