Home আজকের খবর সংশোধনাগারে শুরু হল কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ

সংশোধনাগারে শুরু হল কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ

বারুইপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিন মোট ৯০ জন বন্দীকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে ৷ প্রত্যেককে সমস্ত সরকারি নিয়ম মেনেই এই ভ্যাক্সিন দেওয়ার কাজ হয়েছে বলে জানা গিয়েছে ৷ বারুইপুর জেল সুত্রে জানা গিয়েছে মোট ১০১২ জন বন্দী রয়েছেন এখানে ৷ এরমধ্যে জেল থেকে ছাড়া পাওয়া বাংলাদেশের এক বাসিন্দাও রয়েছেন ৷

সংশোধনাগারের মধ্যে যাতে কোভিড ছড়িয়ে না পরেন তারজন্য প্রথম থেকে সচেতন ছিল কারা দপ্তর ৷ ভ্যাক্সিন বাজারে আসার পর থেকেই বন্দীদের মধ্যে ভ্যাক্সিন নিয়ে সচেতনতা তৈরির কাজ শুরু করা হয় সংশোধনাগার কতৄপক্ষের পক্ষ থেকে ৷ দীর্ঘ আলাপ আলোচনার পর এবং বিশেষজ্ঞদের বোঝানোর পর এই বিষয়ে তাদের সচেতনতা করা গিয়েছে ৷ এছাড়া প্রতিটি সেলে যে টেলিভিশন রয়েছে সেখান থেকেও তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে জেল সুত্রে ৷ বারুইপুর মহকুমা হাসপাতালে একটি টিম এদিন সংশোধনাগারে গিয়ে বন্দীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ করছেন ৷ উপস্থিত ছিলেন বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র ও সংশোধনাগারের আধিকারিকরা ৷

বারুইপুর সংশোধনাগারের সুপার অসিতবরণ নস্কর জানান কোনও বন্দী প্রথমে সংশোধনাগারে এলেই তাদের তাপমাত্রা পরীক্ষা করা হয় ৷ এছাড়া তাদের হাতে সংশোধনাগারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্যানিটাইজার ও মাস্ক ৷ তারপর তাদেরকে রাখা হয় আইসোলেশন সেলে ৷ সেখানে কয়েকদিন রেখে দেখা হয় তাদের কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা ৷

কারোর কোনও শারীরিক সমস্যা হলে তাদের জেলেরই হাসপাতালে ভর্তি করা হয় ৷ সংশোধনাগারের মোট ৪৯ বেডের একটি হাসপাতাল রয়েছে ৷ যার একাংশে কোভিড চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশোধনাগারের সুপার ৷ যে সমস্ত বন্দীরা এদিন টিকা নিলেন না তাদের মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু হয়েছে ৷ প্রতিটি সেলের বাইরে এই সংক্রান্ত প্রচার পোস্টাল লাগানো হয়েছে ৷ এছাড়া সংশোধনাগারের পক্ষ থেকেও প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন অসিত বরণ নস্কর ৷

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments