Home আজকের খবর বাম-কংগ্রেসের ডেপুটেশন

বাম-কংগ্রেসের ডেপুটেশন

পঞ্চায়েতের মানুষের সুবিধার জন্য অতিসত্বর নতুন পঞ্চায়েত ভবন এর নির্মাণ কাজ শুরু করতে হবে।প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বকেয়া টাকা উপভোক্তাদের প্রদান করতে হবে, বাংলা আবাস যোজনা প্রকল্পের‌ সঠিক তালিকা প্রকাশ করতে হবে।সরকারি নিয়ম মেনে টেন্ডার করতে হবে ও তুলসিহাটা পিএইচই এর অন্তর্গত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর, বাংরুয়া ও তিলডাঙি গ্রামগুলিতে অতিসত্বর জল-সরবরাহের দাবি সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার বাম-কংগ্রেস যৌথভাবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন৷

প্রসঙ্গত, পুরানো পঞ্চায়েত ভবন ভাঙ্গার পর প্রায় পাঁচ মাস কেটে গেলেও নানা অজুহাতে থমকে আছে পঞ্চায়েত নির্মাণের কাজ।স্বাস্থ্য ভবনের দ্বীতলে
চলছে পঞ্চায়েত। এই করোনা আবহে পঞ্চায়েতে জনসাধারণের বসার কোন জায়গা নেই।

এই নিয়ে দলীয় পতাকা ও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাম-কংগ্রেসের সদস্যরা।পরে প্রধানের কাছে পনেরো দফা দাবির এক স্মারকলিপি জমা দেন। যদিও এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান জৈনব নেশা।

এদিন গনডেপুটেশনে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বর্তমান বিধায়ক মোস্তাক আলম, প্রাক্তন পঞ্চায়েত সদস্য মহম্মদ মুজাহিদ ও সিপিআইএম দলের পক্ষ থেকে ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য লতিফুর রহমান,প্রাক্তন প্রধান বিকাশ দাস ও সিপিআইএম কর্মী গোলাম মোর্তুজা সহ প্রায় দুই শতাধিক বাম কংগ্রেস সমর্থক।

মুস্তাক আলম জানান শাসক দলের প্রধান জৈয়নব নেশা বিরোধী দলের সদস্যদেরকে কোন কিছু না জানিয়ে তৃণমূল কংগ্রেসের পরাজিত সদস্য ও সুপারভাইজারদের নিয়ে কাজ করে চলেছে। এই ধরনের কাজ কখনো মানা যায় না।পঞ্চায়েত ভাঙ্গার পাঁচ মাস কেটে গেলেও এখনও পর্যন্ত কোন ম্যাটেরিয়ালস পঞ্চায়েত চত্বরে পৌঁছায়নি। প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের পুরনো পঞ্চায়েত ভবন মাত্র পনেরো হাজার টাকায় বিক্রি করেছে বলে জানান।

বাম-কংগ্রেসের ডেপুটেশন ( মালদা )

বাম-কংগ্রেসের ডেপুটেশন ( মালদা )

Gepostet von ACN Life News am Freitag, 18. September 2020

সিপিআইএম দলের একনিষ্ঠ কর্মী গোলাম মোর্তুজা জানান পঞ্চায়েত প্রধান শাসক দলের হাওয়াই বিরোধী নেতাদের সরকারি প্রকল্পের মধ্য দিয়ে কোন সেবামূলক কাজ করার সুযোগ দেই না। পরাজিত পঞ্চায়েত সদস্যদের দিয়েই কাজ করান বলে অভিযোগ।

প্রধান জৈনব নেশা কিছু দাবি স্বীকার করে বলেন’ বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদেরকে জানিয়ে পুরনো পঞ্চায়েত পঞ্চায়েত নিলাম করে ভাঙ্গার অনুমতি দেওয়া হয়। করোণা আবহে কাজ শুরু করা যায়নি। দু’মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে জানান।

পনেরো দফা দাবির বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর।দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাম কংগ্রেস।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments