২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম-কংগ্রেস। ধর্মঘট সফল করার লক্ষ্যে যৌথভাবে মিছিল ও পথসভা করল মালদহের চাঁচলের বাম-কংগ্রেস সংগঠন।
https://www.facebook.com/230205334351193/videos/758964168166227
মঙ্গলবার মালদহের গোটা চাঁচল শহর পরিক্রমা করা হয়।মিছিলে উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার কংগ্রেসের বিধায়ক আসিফ মেহবুব, বামফ্রন্টের যুবনেতা জিয়াউল আনসারী ও জেলা সিটুর কার্যকরী সভাপতি মনোয়ারুল আলম সহ শতাধিক বাম-কং সমর্থক। সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যেই এদিনের মিছিল।