Home আজকের খবর শ্রমিক মেলায় বাম-কংগ্রেসের বিক্ষোভ রুখল পুলিশ

শ্রমিক মেলায় বাম-কংগ্রেসের বিক্ষোভ রুখল পুলিশ

শ্রমিক মেলা অদূরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশি রোষের মুখে পড়তে হলো কংগ্রেস এবং সিপিএম-এর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের ।

বিক্ষোভকারী নেতা-কর্মীদের আটক করে পুরাতন মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া মাঠে শ্রমিক মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপস্থিত ছিলেন  শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন সহ প্রশাসন ও পঞ্চায়েতের কর্তারা।

আর সেই মেলার মাঠ থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্রমিকদের স্বার্থের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং বামফ্রন্টের শ্রমিক সংগঠনের নেতা, কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন আইএনটিইউসি’র জেলা সভাপতি লক্ষী  গুহ, বামফ্রন্টের শ্রমিক নেতা নুরুল ইসলাম, সর্বানন্দ পান্ডে সহ অন্যান্যরা।

মেলা থেকে ঢিল ছোড়া দূরত্বে হঠাৎ করে ওই শ্রমিক সংগঠনের বিক্ষোভের জেরে অস্বস্থিতে পড়ে যায় পুলিশ কর্তারা। পুরাতন মালদার রাজ্য সড়কে এই বিক্ষোভ থামাতে তত্পর হয় পুরাতন মালদা থানার পুলিশ। বিক্ষোভকারী নেতা কর্মীদের মাঝপথেই আটক করে পুরাতন মালদা থানার পুলিশ

Most Popular

আয়ের পরিমাণ জানতে দেননি স্বামী! তথ্য জানার অধিকার আইনে বেতনের খুঁটিনাটি জেনে নিলেন স্ত্রী

স্বামীর বেতন কত, জানেন না স্ত্রী। স্বামীকে জিজ্ঞাসা করে কোনও লাভ হয়নি। কিন্তু তাতে দমে যাননি মহিলা। আইনি পথে লড়াই করে স্বামীর বেতনের পরিমা‌ণ...

দুর্গন্ধ’ নিয়ে বকুনি দিয়েছিলেন মমতা, সেই পুজোই পেল সেরা পরিবেশবান্ধব খেতাব।

বিধাননগরের নামকরা পুজোগুলির মধ্যে অন্যতম হল সল্টলেকের এফডি ব্লকের পুজো। প্রতি বছর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, আরও বিষয়ে এই পুজোর চমক থাকে। এবার...

হাল না ছেড়ে জীবনে ফেরার ছবি দেব-প্রসেনজিতের।

পঞ্চমীর ভিড় উজিয়ে মাল্টিপ্লেক্সে বাংলা ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহ প্রায় ভরতি পেলাম। বুঝলাম দুই হেভিওয়েট তারকার যুগলবন্দির অমোঘ আকর্ষণ। সেই আকর্ষণ প্রায় সোয়া দু’ঘণ্টার...

বিশ্বের দামি জলের বোতলের তালিকায় আর কী কী রয়েছে

এক লিটার জল কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। কিন্তু ৭৫০ মিলিলিটার জল কিনতে যদি ১৫ হাজার টাকা...

Recent Comments