সিপিআইএম কর্মী খুন। বাড়ির ভিতর ঘাপটি মেরে লুকিয়ে ছিল ঘাতক।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার রাজরামপুর ভিমমন্দির এলাকার ঘটনা।
আচমকাই ধারালো অস্ত্র বের করে পেটে কোপ মারে অতনু ঘাঁটি নামে সিপিআইএম কর্মীর, খুন করে প্রান ভয়ে রাতের অন্ধকারেই পলাতক হত্যাকারী।
আহত যুবককে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
এলাকায় নামে শোকের ছায়া। ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ।