আগামী ২৬ নভেম্বর বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে বুধবার পূর্ব বর্ধমান জেলার বলগোনা বাজারে মিছিল করল সিপিএমের কৃষক সংগঠন সারা ভরত কৃষক সভা।
সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে বলগোনা বাজারে মিছিলের পাশাপাশি রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ চলে। ফলে কিছুক্ষণ বর্ধমান কাটোয়া রাস্তা অবরোধ হয়ে যায়।
https://www.facebook.com/230205334351193/videos/1002057950279892
এদিন মিছিলের পর বলগোনা বাসস্টান্ড মোরে একটি পথ সভা অনুষ্ঠিত হয়।বক্তা ছিলেন কৃষকসভার পূর্ব বর্ধমান জেলা সম্পাদক ও সিপিআইএম রাজ্যকমিটির অন্যতম সদস্য সৈয়দ হোসেন।
কৃষকসভার ভাতাড় ১ ব্লক কমিটির সম্পাদক নজরুল হক প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল, সিপিএমের জেলা কমিটির সদস্য বামাচরণ ব্যানার্জী প্রমুখ |