পূর্ব বর্ধমানের ভাতার দু’নম্বর এরিয়া কমিটির উদ্যোগে সাহেবগঞ্জ দুই নম্বর অঞ্চলের ওড়গ্রামে দিল্লিতে সংগ্রামরত কৃষকদের উপর বিজেপি সরকারের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয়।
কয়েকশো বাম সমর্থক এই মিছিলে পা মেলান। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষক নেতা বামাচরণ ব্যানার্জি, সিদ্ধার্থ রায় ,তারাপদ ঘোষ, সুধাময় মালিক ,সিতাংশু ভট্টাচার্য্য ,ননীগোপাল রায় সহ স্থানীয় কর্মীবৃন্দ।
https://www.facebook.com/230205334351193/videos/1438338116372056
কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতায় এই মিছিল ভাতারের ওড়গ্রাম সি, পি, আই, এম এর কার্যালয় থেকে শুরু হয়ে গোটা ওড়গ্রাম বাজার পরিক্রমা করে ।
বর্ধমান বোলপুর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বাম সমর্থকেরা।