আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে বামেরা। ধর্মঘটের সমর্থনে মুর্শিদাবাদের ডোমকল শহরে আজ মিছিল করল সিপিএমের বিভিন্ন শাখা সংগঠন।ডোমকল জনকল্যাণ মাঠ থেকে মিছিল শুরু হয়।শেষ হয় ডোমকল বাসস্ট্যান্ডে।
https://www.facebook.com/230205334351193/videos/381086176657919
সিপিএমের জেলা নেতৃত্বস্থানীয় কয়েকজন মিছিলে হাঁটেন স্থানীয় কর্মীসমর্থদের সঙ্গে।মিছিলে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যায় বাম নেতৃত্বদের। সাধারণ মানুষদের স্বার্থে বামেরা ধর্মঘটের ডাক দিয়েছে বলে দাবি করেন বামনেতৃত্ব।