হাওড়ার ডোমজুড় বাঁকড়া কবর পাড়ায় সিপিএম পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, সোমবার সকালে ওই এলাকার সিপিএম কর্মীরা দেখেন, ওই পার্টি অফিসের তালা ভাঙা।
ভিতরের কাগজপত্র সমস্তটাই পুড়ে গিয়েছে আগুনে। এর পাশাপাশি অনেক কাপড় সহ আরও বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে। এর পরেই ঘটনাস্থলের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পার্টি অফিসে ছুটে আসেন ওই এলাকার সিপিএম কর্মীরা। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ। তারা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি।
সিপিএম পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ ( হাওড়া )
সিপিএম পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ ( হাওড়া )
Gepostet von ACN Life News am Montag, 14. September 2020
এবিষয়ে সিপিএমের তরফে লিখিত অভিযোগ দায়েরহয়েছে। অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরেই দুস্কৃতীরা এই কাজ করেছে।
উল্লেখ্য, গত 5 সেপ্টেম্বর সিপিএমের এই পার্টি অফিসে রক্তদান শিবিরকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন বানচাল হয়ে যায় রক্তদান শিবির।
সেই থেকেই ওই এলাকায় উত্তেজনা চাপা ছিল এলাকায়।তারপরেই এই ঘটনা সেই পুরানো ঘটনার রেশ ধরেই ঘটেছে বলে সন্দেহ সিপিএম নেতৃত্বের।