Home আজকের খবর পুনরায় সিপিএমে সেবা ঘড়ুই

পুনরায় সিপিএমে সেবা ঘড়ুই

ভোটের আগে দলবদল নিয়ে জোর জল্পনা ভাতারে। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার ভাতার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বেলেন্ডা গ্রামে সি পি আই এমের সদস্যা সেবা ঘড়ুই গতকাল বিজেপিতে যোগদান করে। এই খবর সমপ্রচারিত হাওয়ার পরেই আজ আবার বিজেপি ছেড়ে সি পি আই এম পার্টিতে ফিরে আসে। ভাতারের দক্ষিণ বেলেন্ডা গ্রামের সদস্যা কাল বিজেপি তে যোগদান আজ আবার সিপিএমের ফিরে আসা নিয়ে জোর জল্পনা সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে সিপিএম পার্টি কৃষক নেতা নজরুল হক জানান ,গতকাল ভাতার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বেলেন্ডা গ্রামের সি পি আই এম পার্টির সদস্যা সেবা ঘড়ুইকে ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগদান করিয়েছে। পরে সে ভুল বুঝতে পেরে গতকাল রাত্রেই সি পি আই এম পার্টির নেতৃত্বে সঙ্গে যোগাযোগ করে সেব ঘড়ুই এবং সি পি আই এম পার্টির নেতৃত্বে হাত ধরে লাল ঝান্ডা হাতে তুলে নেয়। এবং লাল ঝাণ্ডার সাথে আজীবন থাকার কথা জানান ।

অন্যদিকে নব-নিযুক্ত বিজেপিতে যোগদানকারী সৌমেন কার্ফা সিপিএমের এই দাবিকে অস্বীকার করে। তিনি জানান তৃণমূল এবং সি পি এম জোর করে হুমকি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে সিপিএম পার্টিতে পুনরায় যোগদান করিয়েছে।

ভোটের আগে গতকাল সিপিআইএম ছেড়ে বিজেপিতে এবং আজ বিজেপি ছেড়ে সিপিএমে যোগদান করায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ভাতারে।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments