ভোটের আগে দলবদল নিয়ে জোর জল্পনা ভাতারে। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার ভাতার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বেলেন্ডা গ্রামে সি পি আই এমের সদস্যা সেবা ঘড়ুই গতকাল বিজেপিতে যোগদান করে। এই খবর সমপ্রচারিত হাওয়ার পরেই আজ আবার বিজেপি ছেড়ে সি পি আই এম পার্টিতে ফিরে আসে। ভাতারের দক্ষিণ বেলেন্ডা গ্রামের সদস্যা কাল বিজেপি তে যোগদান আজ আবার সিপিএমের ফিরে আসা নিয়ে জোর জল্পনা সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে সিপিএম পার্টি কৃষক নেতা নজরুল হক জানান ,গতকাল ভাতার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বেলেন্ডা গ্রামের সি পি আই এম পার্টির সদস্যা সেবা ঘড়ুইকে ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগদান করিয়েছে। পরে সে ভুল বুঝতে পেরে গতকাল রাত্রেই সি পি আই এম পার্টির নেতৃত্বে সঙ্গে যোগাযোগ করে সেব ঘড়ুই এবং সি পি আই এম পার্টির নেতৃত্বে হাত ধরে লাল ঝান্ডা হাতে তুলে নেয়। এবং লাল ঝাণ্ডার সাথে আজীবন থাকার কথা জানান ।
অন্যদিকে নব-নিযুক্ত বিজেপিতে যোগদানকারী সৌমেন কার্ফা সিপিএমের এই দাবিকে অস্বীকার করে। তিনি জানান তৃণমূল এবং সি পি এম জোর করে হুমকি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে সিপিএম পার্টিতে পুনরায় যোগদান করিয়েছে।
ভোটের আগে গতকাল সিপিআইএম ছেড়ে বিজেপিতে এবং আজ বিজেপি ছেড়ে সিপিএমে যোগদান করায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ভাতারে।