আইপিএলকে অনুসরন করে চিয়ারলিডারদের নাচের মাধ্যমে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মেতে উঠল দর্শকরা।
হাট কমিটির উদ্যোগে রবিবার মালদহের চাঁচল থানার ভেবা ফুটবল মাঠে ফাইনালের মুখোমুখি হয় মালদার ভেবা ও উত্তর দিনাজপুরের বারোডাঙী ক্রিকেট দল।
উল্লেখ্য একমাস ধরে ১৬ টি দলের খেলা হয়ে আসছিল।চুড়ান্ত নির্ঘন্টের পর এদিন ফাইনাল অনুষ্ঠিত হয়।১৬ ওভারের খেলায় ৯ টি উইকেট নিয়ে ৩ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় মালদার ভেবা ক্রিকেট দল।
ম্যান অব দ্য ম্যাচ হয় রানার্স দলের সেখ দরবারী ও ম্যান অব দ্য সিরিজ হন মুকেন আলি বলে জানা গেছে।
রবিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ট্রফি ও রানার্স দলকে ত্রিশ হাজার ও ট্রফি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা আব্দুর রউফ।
এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য,খরবা ফাঁড়ির ইনচার্জ মনোরঞ্জন সরকার সহ স্থানীয় ও বহিরাগত ক্রীড়া প্রেমীরা।এছাড়াও মাঠের চতুর্প্রান্তে প্রায় দশহাজার
দর্শকের সমাগম ঘটেছিল বলে উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে।