স্থায়ীকরণ, 15000 টাকা মাসিক ভাতা সহ ছয় দফা দাবি নিয়ে আন্দোলন নামল পঞ্চায়েতিরাজ CSP ফেডারেশনের কর্মীরা। এই মর্মে এদিন এই সংগঠনের ইংরেজবাজার ব্লকের কর্মীরা মালদা টাউন হল থেকে একটি মিছিল বের করেন।
গোটা শহরে পরিক্রমা করে এই মিছিল। নিজেদের দাবি দাবা গুলিকে সামনে তুলে ধরে এই মিছিলে অংশ নেন প্রায় 25 জন মহিলা।
https://www.facebook.com/230205334351193/videos/372827787135925
পরে ইংরেজবাজার ব্লকের সামনে জমায়েত হয়ে বিডিওর হাতে একটি দাবি সনদ তুলে দেন তারা।