হাওড়া বেলুড়ে একটি বাড়ি থেকে উদ্ধার দাদা ও বোন এর পচাগলা মৃতদেহ।আর এদের দেহ আগলে বসে ছিলেন ছোট বোন।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলুড়ের লালা বাবু সায়র রোডে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ওই এলাকায় নিজেদের দোতলা বাড়িতে দুই বোন কে নিয়ে থাকতেন রেলের অবসরপ্রাপ্ত কর্মী মনোরঞ্জন সেন।পাড়াতে সেভাবে মেলামেশা করতেন না।আজ ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
দাদা-বোনের পচাগলা মৃতদেহ উদ্ধার ( হাওড়া )
দাদা-বোনের পচাগলা মৃতদেহ উদ্ধার ( হাওড়া )
Gepostet von ACN Life News am Mittwoch, 30. September 2020
দরজা ভেঙে পুলিশ দেখে যে দাদা মনোরঞ্জন ও দিদি প্রতিমার পচা গলা দেহের পাশে বসে রয়েছে ছোট বোন অনিতা।কিভাবে এই মৃত্যু ঘটল কেনই বা মৃত্যুর পর প্রতিবেশী কিংবা আত্মীয়দের খবর দিল না অনিতা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
অনিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ।