ডাকাতি হওয়া ঘটনা সাত ঘণ্টার মধ্যেই ডাকাতির মূল পান্ডা কে গ্রেপ্তার কোরলো ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার ইংরেজবাজার থানার পুলিশ ডাকাত দলের মূল পান্ডা গোকুল ঘোষ কে খাশিমাড়ী জোকাঁহা এলাকা থেকে গ্রেফতার করে।
অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 11 তারিখ গভীর রাতে ইংরেজবাজার থানার কাটাগর 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দলের মূল পান্ডা গ্রেফতার ( মালদা )
ডাকাত দলের মূল পান্ডা গ্রেফতার ( মালদা )
Gepostet von ACN Life News am Samstag, 12. September 2020
ঘটনা হয়ে যাবার সাত ঘণ্টার মধ্যেই ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার ডাকাতির ঘটনার মূল পান্ডা গোকুল ঘোষ কে জোকাঁহা এলাকা থেকে গ্রেফতার করে।
যদিও এই ঘটনায় আরো কয়েকজন অভিযুক্তরা যুক্ত আছে যদিও পুলিশ তাদের খোঁজ পাইনি। ডাকাতি হওয়া প্রায় 1 লক্ষ টাকা ও এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি অভিযুক্তকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় ইংরেজবাজার থানার পুলিশ।