মেজিয়ার দামোদরে তলিয়ে যাওয়া তিন যুবকের মধ্যে ফের আরও এক দেহ উদ্ধার ডুবুরি দলের।
গত মঙ্গলবার দুপুরে দামোদরের স্নান করতে এসে তলিয়ে যায় তিন যুবক। গত মঙ্গলবার থেকেই বহু খোঁজাখুঁজির পর গতকাল সকাল দিকে দুইজন যুবকের মৃতদেহ উদ্ধার করে প্রশাসন। একজনের দেহ ছিল নিখোঁজ।
https://www.facebook.com/230205334351193/videos/376081583609139
আজ সকালে নিখোঁজ থাকা ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ ও প্রশাসন। মৃত যুবকের নাম অভিষেক মেহেতা। তার বাড়ি রানীগঞ্জ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে মেজিয়া থানার পুলিশ।