বিয়ের জন্য প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিলো যুবতী। এক সপ্তাহ পর ফাঁকা মাঠ থেকে পচাগলা দেহ উদ্ধার হলো ওই যুবতীর।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার শেরপুর এলাকায়। জানাযায়, গত ১ সপ্তাহ আগে নিখোঁজ হয় শেরপুর এলাকার যুবতি সাইমা খাতুন । পরে পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর উস্তি থানাতে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন।
আজ শেরপুর এলাকার মাঠে এলাকার বাসীন্দারা একটি পচাগলা দেহ দেখতে পান। পরে ঘটনার খবর দেওয়া হয় উস্থি থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া পচাগলা দেহ শেরপুর এলাকার সাইমা খাতুনের। গত ১ সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো সে।
পুলিশের প্রাথমিক অনুমান, এলাকার এক যুবক সাদ্দাম পিয়াদার সাথে প্রেমের সম্পর্ক ছিলো সাইমা খাতুনের।
বিয়ে করার নাম করে সাইমা কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলো সাদ্দাম পিয়াদা , এবং পরে পরিকল্পনা করে সাইমা খাতুনকে খুন করে পালিয়ে যায় সাদ্দাম।ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাদ্দাম ও তার পরিবারের লোকজন। তবে ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অন্যদিকে উদ্ধার হওয়া যুবতীর পচাগলা দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় মৃত যুবতীর পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।