প্রেমের (Love Relation) জন্য অনেক কিছুই করতে পারেন অনেকেই। সাধ্যের বাইরে গিয়েও অনেকেই বিভিন্ন কাজ করে থাকেন। আর প্রেম থেকে বিয়ে নতুন কোনও বিষয় নয়। সেভাবেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অবশেষে এক হল চার হাত। সাত পাকে বাঁধা পড়লেন জার্মানির ড্যানিয়েল ও হুগলির ত্রিয়া। হুগলি (Hooghly) চুঁচুড়ার মহেশপুর গ্রামের কনে ত্রিয়া। কর্মসূত্রে ৮ বছর আগে জার্মানি গিয়েছিলেন।
সেখানেই সামাজিক মাধ্যমে পরিচয় হয় ত্রিয়া ও ড্যানিয়েলের। এরপর তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কথবার্তা চলছিল। এরপর সেই বন্ধুত্ব থেকেই আস্তে আস্তে সম্পর্ক তৈরি হয় তাঁদের দু’জনের মধ্যে। ক্রমেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের জন্য অনেক কিছুই করতে পারেন অনেকেই। সেভাবেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অবশেষে এক হল চার হাত।
বিয়ে করলেন জার্মানির ড্যানিয়েল ও হুগলির ত্রিয়া। হুগলি (Hooghly) চুঁচুড়ার মহেশপুর গ্রামের কনে ত্রিয়া। ৮ বছর আগে কাজের জন্য জার্মানিতে গিয়েছিলেন ত্রিয়া। সেখানেই তাঁর সঙ্গে ড্যানিয়েলের পরিচয় হয়েছিল। তারপরই প্রেমের সম্পর্ক তৈরি হয়।সেখানেই একটি কোম্পানিতে ইন্টারর্নশিপ করার সময় আমাদের দু’জনের দেখা হয়েছিল। সেই থেকে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
এরপর ক্রমে তৈরি হয় প্রেমের সম্পর্ক। ড্যানিয়েলেরকে দেখানোর ইচ্ছা ছিল ভারতীয় মতে কী ভাবে বিয়ে হয়। আমি জার্মানিতে থাকার সময় সেখানকার কালচার বুঝতে পেরেছি। জার্মানির সংস্কৃতির সঙ্গে অনেকটাই পরিচিতি। জার্মান থেকে যাঁরা এসেছেন তাঁরা ১৭-১৮ ঘণ্টা জার্নি করে এখানে এসেছেন।”
অবশেষে মঙ্গলবার দুই পরিবারের উপস্থিতিতে বাগদান পর্ব উপলক্ষে লোকসংস্কৃতির আসর বসে। বুধবার সন্ধ্যায় ধুতি পাঞ্জাবি পরে বর বেশে হাজির হন বর । বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন জার্মান নিবাসীরা। ভারতীয় সংস্কৃতি �